নিজস্ব প্রতিবেদন: “গাছ লাগাও প্রাণ বাঁচাও” – এই উক্তিটি সকলের কাছ অজানা নয়। তার সব সময় গাছ লাগানোর কথা সব সময় বলা হয়। এতদিন গাছ লাগাতে গেলে বা কাটতে গেলে লাগত না কোনও অনুমতি। কিন্তু এবার থেকে ব্যক্তিগত কোনও গাছ কাটতে গেলেও আপনাকে নিতে হবে অনুমতি। সেটাও আবার বনদপ্তরের। আর যদি কেউ সেই নিয়ম অমান্য করে তাহলে তার জন্য নেওয়া হবে কড়া পদক্ষেপ। বুধবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
এছাড়াও বনদপ্তর সূত্রের খবর অনুযায়ী, যদি রাস্তা তৈরির ক্ষেত্রে কোনও গাছ কাটতে হয়ে তা না কেটে অন্যত্র সরানো কথা চিন্তাভাবনা করা হচ্ছে। এর জন্য বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করার করা পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে যেভাবে দূষণ বেড়ে চলেছে সেক্ষেত্রে অধিক পরিমানে গাছ লাগানোর কথা ভাবছে।