31 C
Kolkata

রোজগার বাঁচানো তাগিদ

নিজস্ব সংবাদদাতাঃ চালতিয়া বিল অবৈধভাবে ভরাটে বাধা মৎস্যজীবীদের। শনিবার বহরমপুর থানার চালতিয়া বিল সংলগ্ন রাস্তার ধারে অবৈধ্যভাবে বিল ভরাট করার অভিযোগ উঠল সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীদের বিরুদ্ধে। অভিযুক্তরা হল গজধরপাড়ার বাসিন্দা কাবাতুল্লা সেখ ও তার সঙ্গীসাথী।

ভাকুড়ি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান বিনয় হালদার জানিয়েছেন, এই বিলে মৎস্য চাষের সঙ্গে জড়িত প্রায় ১০০টি পরিবার। এই বৃহৎ বিলের মাছের উপর নির্ভর করে আছে মৎসজীবীদের পরিবার। আস্তে আস্তে বিল ভরাট হয়ে যাচ্ছে। তাই আর যাতে এই বিল ভরাট না হয় তার জন্য মৎসজীবীরা একত্রিত হয়ে এর প্রতিবাদ করে।

অন্যদিকে জলাভূমি রক্ষাকমিটির সদস্যরাও এর বিরুদ্ধে রাস্তায় নামার আশ্বাস দিয়েছে। বিল ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ। পুলিশ আসার পরেই অভিযুক্তরা পলাতক।

আরও পড়ুন:  Horoscope : আজকের রাশিফল সম্পর্কে জেনে নিন!

Featured article

%d bloggers like this: