নিজস্ব প্রতিবেদন: ফের হাতি মৃত্যু। মঙ্গলবার রাতে ডুয়ার্সের কালচিনি ব্লকের ভাটপাড়ার চা বাগান সংলগ্ন বিজয়পুর বস্তি গ্রাম এলাকায় এক হাতির মৃতদেহ পরে থাকতে দেখা যায়। তারপর বনদপ্তরকর্মীরা ঘটনাস্থলে আসে তাঁরা দেখেন মৃতদেহের পাশের একটি বড় গর্ত দেখা যাচ্ছে। সেটি দেখেই সন্দেহ জাগে তাঁদের মনে।

তবে স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, ফসল রক্ষার করতে জমিতে দেওয়া হয় বৈদ্যুতিক তারের বেড়া। আর সেই বেড়ায় তড়িৎদ্বাহ থাকায় মৃত্যু হয় একটি পূর্ণবয়স্ক স্ত্রী হাতির। তাঁরা জানান, ঘটনা চাপা দেওয়ার জন্যই রাতেই বিশাল গর্ত খুঁড়ে হাতিটিকে পুঁতে ফেলার চেষ্টা করে অভিযুক্তরা। তবে এই ঘটনাটি বনদপ্তরের নজরে পড়তেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।