30 C
Kolkata

জাতীয় সড়কে হাতির হানা

নিজস্ব সংবাদদাতাঃ বনে খাবার না পেয়ে জঙ্গল থেকে এখন প্রায়ই রাস্তায় বেরিয়ে আসছে দাঁতাল হাতির দল।

গত শুক্রবারের পর শনিবার এই একই দৃশ্য দেখা গেল ঝাড়গ্রামের কাছে লোধাশুলি জঙ্গলে ৬ নম্বর জাতীয় সড়কে। দাঁতাল হাতির দল জাতীয় সড়কে যাতায়াতকারী বিভিন্ন গাড়িতে খাবারের খোঁজ সন্ধান করতে থাকে।

অবশেষে কোনও গাড়ি না দাঁড়াতে চাইলে জাতীয় সড়কের ওপরই দাপাদাপি শুর করে দাতাদের দল।

আরও পড়ুন:  Interesting fact: আপনি কি জানেন, প্লেনের ইঞ্জিনে মুরগি কেন ব্যবহার করা হয় ?

Featured article

%d bloggers like this: