নিজস্ব সংবাদদাতাঃ বনে খাবার না পেয়ে জঙ্গল থেকে এখন প্রায়ই রাস্তায় বেরিয়ে আসছে দাঁতাল হাতির দল।
গত শুক্রবারের পর শনিবার এই একই দৃশ্য দেখা গেল ঝাড়গ্রামের কাছে লোধাশুলি জঙ্গলে ৬ নম্বর জাতীয় সড়কে। দাঁতাল হাতির দল জাতীয় সড়কে যাতায়াতকারী বিভিন্ন গাড়িতে খাবারের খোঁজ সন্ধান করতে থাকে।
অবশেষে কোনও গাড়ি না দাঁড়াতে চাইলে জাতীয় সড়কের ওপরই দাপাদাপি শুর করে দাতাদের দল।