Tuesday, October 20, 2020
Home রাজ্য একটা চালে দুর্গোতিনাশীনির মুর্তি গড়ে তাক লাগালো অভিজিত

একটা চালে দুর্গোতিনাশীনির মুর্তি গড়ে তাক লাগালো অভিজিত

মারন ভাইরাস করোনা আবহে নিজেদের অন্ন জোগাতে হিমশিম খাচ্ছে সাধারন মানুষ।এর মধ্যেই আকাশে বাতাসে আগমনী সুর। আর এই দুই বিষয়ের মেলবন্ধনে একটি ক্ষুদ্র চালের দানার উপর মা দুর্গার মূর্তি গড়ালো অভিজিৎ।

পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুরের অভিজিৎ দাস।মাত্র ৩ ঘন্টার প্রচেষ্টায় ক্ষুদ্র একটি চালের উপর ফুটিয়ে তুলেছেন মা দুর্গার মূর্তি। যা তাক লাগিয়ে দিয়েছে স্থানীয় মানুষজনকে। অভিজিতের এইরূপ কারুকার্যের কথা জানতে পেরে হইহই পড়ে গিয়েছে স্থানীয় এলাকায়।

দীর্ঘ কয়েক মাসের লকডাউনেঘর বন্দী সাধারণ মানুষজন। করোনার জেরে সমস্ত কিছুই বন্ধ হয়ে গিয়েছিল। বাড়িতে বসে চন্ডীপুরের অভিজিতের হঠাৎ মাইক্রোআর্টের কথা মাথায় আসে।শুরু করে দেয় প্রস্তুতি। একটি চালের দানার উপর রং তুলির টানে মাত্র তিন ঘন্টার প্রচেষ্টায় ফুটে উঠে মা দুর্গার মূর্তি। তবে অভিজিতের টান দেওয়া তুলির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। তুলির মাত্র দুটি চুল দিয়ে সমস্ত কারুকার্যটি তৈরি করেছেন তিনি।যা এক অন্যতম নজির বলা চলে। যা দেখে অবাক বাড়ির সকলে। খবর ছড়িয়ে পড়ছে পাড়া-প্রতিবেশীদেরও অভিজিতের কারুকার্য দেখতে ভিড় পড়ে যায়।

অভিজিৎ পেশায় একজন অঙ্কন শিক্ষক। দীর্ঘ লকডাউনে ঘর বন্দী হয়েছিলেন তিনি। সময় কাটানোর উপায় বলতে তেমন কিছু ছিল না। তাই মাইক্রোআর্টকে বেছে নেন তিনি।

মাইক্রো আর্টিস্ট অভিজিৎ বলেন, “এটা আমার এক অন্যতম নেশা বলতে পারেন। লকডাউনের সময় কি করবো ভেবে পাচ্ছিলাম না। তাই হঠাৎ একটি চালের দানা ও তুলি নিয়ে বসে পড়ি। তিন ঘন্টা সময়ের মধ্যে চালের দানার উপর মা দুর্গার ছবি আঁকতে পেরেছি। এই ধরনের মাইক্রোআর্টেরর কাজ আগামী দিনেও করার ইচ্ছে হয়েছে” অভিজিৎ এর আগে আরো বেশ কয়েক ধরনের মাইক্রো আর্টের কাজ করেছেন। কখনো মুসুর ডালের ওপর বিদ্রোহী কবি নজরুলের ছবি, আবার কখনো বিশ্বকবি
রবীন্দ্রনাথের ছবি।

Facebook Comments

Most Popular

দুবাইয়ে সৌরভ – দেব – রুক্মিণী জমিয়ে আড্ডা সঙ্গে লাঞ্চ

নিজস্ব সংবাদদাতা : দুবাইতে গিয়ে হঠাৎ দেখা সৌরভের সঙ্গে জমিয়ে মধ্যাহ্ন ভোজ সারলেন দেব-রুক্মিণী। দুবাইতে চলছে আইপিএল। সেখানেই এখন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ...

১ ডিসেম্বর গার্লফ্রেন্ড শ্বেতাকে বিয়ে করছেন আদিত্য নারায়ণ

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘদিনের গার্লফ্রেন্ড শ্বেতা আগরওয়ালের সঙ্গে ১ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন বলে জানালেন আদিত্য নারায়ণ। গায়ক-অভিনেতা কোভিড-১৯ অতিমারীর জন্য মন্দিরে...

১০ জন জনপ্রিয় বাঙালি তারকাকে নিয়ে ” দুগ্গা এল “

নিজস্ব সংবাদদাতা : আর এস এইচ গ্লোবাল প্রাইভেট লিমিটেডের ভারতীয় স্কিন কেয়ার ব্র্যান্ড জয় পার্সোনাল কেয়ার উৎসবের মরসুমে তথা পশ্চিমবঙ্গের দুর্গাপুজো উপলক্ষে...

রীতি মেনেই দুর্গাপুজোর প্রস্তুতি চলছে বাদুড়িয়ার বসু পরিবারে

নিজস্ব সংবাদদাতা : প্রায় ৪০০ বছরের পুরনো উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার আরবেলিয়া গ্রামের ঐতিহ্যবাহী বসুবাড়ির পুজো অর্থাৎ অভিনেতা বিশ্বনাথ বসুর বাড়ির দুর্গাপুজো।...
Facebook Comments