নিজস্ব প্রতিবেদন: চারবছর পর পাহাড়ে পা দিলীপ ঘোষের। দার্জিলিঙে সভা করার পর মঙ্গলবার পরিবর্তন যাত্রার সূচনা করেন তিনি। এই যাত্রার শুরুই হয় কালো পতাকা দেখে। কিছু মানুষ দিলীপ ঘোষকে কালো পতাকা দেখায়। জানা গেছে তারা প্রত্যেকেই গোর্খা জনমুক্তি মোর্চার কর্মী সমর্থক।
২০১৭ তে পাহাড়ে প্রচারে বেড়িয়ে রাস্তায় মারধর খেয়ে ফিরে আস্তে হয়েছিলো বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে থাকা বিজেপি নেতা রাকেশ পোখরেলকে। আহত হয়েছিলেন দিলীপ ঘোষ, জয়প্রকাশ মজুমদারও। তবে এবার ব্যবস্থা করা হয়েছিলো সবরকমই। নিরাপত্তার মধ্যেই ছিলেন তাঁরা। তবে এবার হামলা হলো কালো পতাকা দেখিয়ে।
দিলীপ ঘোষ জানিয়েছেন, “পরিস্থিতি অনেকটা বদলে গেছে। আগে যাদের হাতে বিজেপির পতাকা ছিল আজ তাদের হাতেই কালো পতাকা। তবে সাধারণ মানুষ বিজেপির সঙ্গে আছে প্রমাণ মিলছে।”