29 C
Kolkata

Digha: প্রথম পর্যায়ের কাজ শুরু দীঘার জগন্নাথ মন্দিরের

নিজস্ব প্রতিবেদন: ২০১৯ সালে পুরীর ধাঁচেই জগন্নাথ মন্দির নির্মানের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার জগন্নাথ ঘাটে এই মন্দির নির্মানের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে অক্ষয় তৃতীয়ার দিনে মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গেল। ২০ একর জায়গা জুড়ে প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়ে গেল। নির্মাণকাজের আগে মঙ্গলবার পুজাপাঠের ব্যবস্থা করা হয়।

প্রথম দিকে এই মন্দির নির্মাণের জন্য ১২৮ কোটি টাকা বরাদ্দ করা হলেও কিন্তু তা পরবর্তীতে তা বেড়ে ২০০ কোটি টাকা করা হয়েছে। এই মন্দির সম্পূর্ণ তৈরির জন্য ১৮ মাস সময় ধার্য করা হয়েছে। এ প্রসঙ্গে মৎস্যমন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, ২০২৩ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসেই সাধারণের জন্য খুলে যাবে দীঘার জগন্নাথ মন্দির।

আরও পড়ুন:  Doctor's death: প্রাণ হারালেন ১৬ হাজার রোগীর হার্ট সার্জারি করা ডাক্তার

Featured article

%d bloggers like this: