33 C
Kolkata

Darjeeling: তুষার চাদরে ঢাকা টাইগার হিল

নিজস্বও সংবাদদাতাঃ গত কয়েকদিন ধরে ব্যপক ঠান্ডা অনুভব করছে পাহাড় থেকে সমতলবাসী। মঙ্গলবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল পাহাড়ের আকাশ। বেলা বাড়ার সাথে সাথে পাহাড় জুড়ে শীতের দাপট বাড়তে দেখা যায়। বিকেলের দিকে তুষারের চাদরে ঢেকে যায় দার্জিলিংয়ের টাইগার হিলের এলাকা। পাশাপাশি সোনাদাতে প্রথমে ঝিরিঝিরি শিলাবৃষ্টি ও পরে তুষারের সাদা চাদরে ঢেকে যায় পার্বত্য অঞ্চল। ফলে ব্যপক শীত অনুভব করে পাহাড়বাসীরা।

আরও পড়ুন:  Aries Horoscope: আপনার কি মেষ রাশি? সুখবর অনিবার্য

Featured article

%d bloggers like this: