নিজস্ব প্রতিবেদন: বড়ো খবর তৃণমূল শিবিরের। বুধবার,আগামীকাল হুগলিতে মুখ্যমন্ত্রীর সভাতেই তৃণমূল কংগ্রেস যোগদান করবেন ক্রিকেটার মনোজ তিওয়ারি,এমনটাই সুর উঠছে নানান মহলে। পাশাপশি ইস্টবেঙ্গল খেলা ফুটবল দলের এক বড়ো নাম তৃণমূলে জুড়তে পারে বলে জল্পনা রয়েছে।
দল বদলের হিড়িকেই দল ছেড়েছিলেন হাওড়ার ছেলে ক্রিকেটার লক্ষ্মী রতন শুক্লা, তবে বদলের তালে গা ভাসিয়ে এখনও তিনি কোনো শিবিরেই নাম লেখাননি। জানা গেছে আবার ক্রিকেট জগতে ফিরতেই রাজনীতি থেকে আপাতত নাম মুছিয়েছেন লক্ষ্মী। মনোজের জন্মও হাওড়াতেই। ঘর ছাড়া ছেলের ঘর আরেক ছেলে ভরাবেন কিনা দেখার বিষয় রাজনৈতিক মহলে।