নিজস্ব প্রতিবেদন : এবার করোনা আক্রান্ত হলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। বুধবারই সকালেই অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার খবর পাওয়া যায় সূত্র মারফত। তারপর রূপা গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার নিজেই ফেসবুকে পোস্ট করে জানান তিনি করোনা আক্রান্ত হয়েছেন৷ এই মুহূর্তে নিজের বাড়িতে আইসোলেশনে আছেন বিজেপি সাংসদ।
মৃদু উপসর্গ লক্ষ্য করেন রূপা গঙ্গোপাধ্যায় নিজেই তারপর শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁর নিজের কোভিড টেস্ট করান তিনি। তাতেই করোনার রিপোর্ট পজিটিভ আসে। বিজেপি সূত্রে খবর, রূপার একাধিক দলীয় কর্মসূচি ছিল। অসুস্থতার কারণে সেগুলি বাতিল করা হয়েছে। এমনিতেও বিজেপি দলের তরফে কোভিড বিধি মেনে চলার জন্য কড়া নির্দেশিকা জারি করা হয়েছে বলে খবর বিজেপি সূত্রে।
রাজ্যে বিধানসভা ভোটের মুখে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে। এরপরেই সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে নির্বাচন কমিশন। একদিকে করোনার সংক্রমণ বৃদ্ধি ও অন্যদিকে ভোট প্রচার জনসভাতে মানুষের বেলাগাম ভিড় ভাবাচ্ছে নির্বাচন কমিশনকেও। বৈঠকে কী সিদ্ধান্ত গৃহীত হয় সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল থেকে জনসাধারণ সকলেই।