33 C
Kolkata

৩ আসনে বামেদের সমর্থন করে শান্তিপুরে লড়বে হাত শিবির

নিজস্ব সংবাদদাতাঃ ভবানীপুরের উপনির্বাচনে কংগ্রেসের আসনটিতে লড়াই করেছে বামেরা। একুশের নির্বাচনে এই আসনটি ছিল কংগ্রেসের। কিন্তু উপনির্বাচনে প্রার্থী দেওয়ার কথা ভাবলেও কংগ্রেস হাইকমান্ডের কথায় প্রার্থী দেয়নি হাত শিবির। সেইখানে লড়াই করেছে বামেরা।

আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার আসনে ভোট হওয়ার কথা। গোসাবা, খড়দহ,শান্তিপুর ও দিনহাটায় ভোটে একটি আসনে লড়াই কবে কংগ্রেস। শুধু শান্তিপুরেই সামান্য সংগঠন অবশিষ্ট আছে হাত শিবিরের।

শান্তিপুর ছাড়া বাকি তিন কেন্দ্রে তেমন গ্রহণযোগ্য প্রার্থীই খুঁজে পাচ্ছেনা কংগ্রেস। তাই রাজ্যের বিধানসভা উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট না হলেও তিন আসনে বামেদের সমর্থন করবে কংগ্রেস।

বিধানসভার উপনির্বাচনে শান্তিপুরে চতুর্মুখী লড়াই হবে। কারণ, ইতিমধ্যেই ওই আসনে বামেরা প্রার্থী ঘোষণা করে দিয়েছে। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের ইচ্ছা ছিল বিধানসভার মতো উপনির্বাচনেও পুরোদমেই জোট হোক। কিন্তু গত দুই নির্বচনে জোট করে তেমন সাফল্য না আসায় জোট করে লড়তে রাজি হয়নি সিপিএম।

আরও পড়ুন:  TCS Employee: সুখের দিন শেষ ! কর্মীদের কড়া চিঠি দিয়ে অফিসে ডাকল TCS

Featured article

%d bloggers like this: