31 C
Kolkata

মালদহে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

মালদহে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২ নিহতের পরিবারকে সরকারি চাকরি এবং আর্থিক সাহায্য করার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি, ওই দুর্ঘটনার বিস্তারিত রিপোর্টও চেয়েছেন মমতা। মঙ্গলবার মালদহে প্রশাসনিক বৈঠক থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে ফরাক্কা থেকে উত্তর দিনাজপুরগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাস নয়ানজুলিতে পড়ে যায় পাণ্ডুয়ার কাছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শাঁওলি হাঁসদা এবং নিয়তি সরকার নামে দু’জনের। ওই দুর্ঘটনায় আহতদের ভর্তি করানো হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মঙ্গলবার সকালেই পুরাতন মালদহ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মহানন্দা কলোনি এলাকায় বাস দুর্ঘটনায় নিহত নিয়তির বাড়িতে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। নিহত শাঁওলির বাড়ি উত্তর দিনাজপুরের করণদিঘিতে। এর পর সকালে প্রশাসনিক বৈঠকে নিহতের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee )। তিনি বলেন, ‘আমি দুঃখিত এবং শোকাহত। শুনেছি, খুব রাফ ড্রাইভ হচ্ছিল। আর একটি গাড়ি ওভারটেক করছিল। এর বিস্তারিত রিপোর্ট চাই।’ কারা যানবাহন আইন মেনে চালাচ্ছেন না, তা জানতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:  Weather Update: বাড়ছে তাপমাত্রা, রাজ্যে বর্ষা কবে ? জানাল আবহাওয়া দফতর

এরপরই নিহতদের পরিবার পিছু সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিমকে ওই দুই মহিলার বাড়িতে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। তাঁর কথায়, কোনও কিছু দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ দেওয়া যায় না। চাকরির পাশাপাশি, নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Featured article

%d bloggers like this: