নিজস্ব সংবাদদাতা : উত্তরপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। যেটি বিহার থেকে উত্তরবঙ্গের উপরে দিয়ে গেছে। এর ফলে বাতাসে জলীয় বাস্প ঢুকছে হু হু করে সঙ্গে রাজ্যজুড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তায় একেবারে বৃষ্টির অনুকূল পরিবেশ। এমনিতেই প্রায় এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ।
পাহাড় থেকে জল নামায় অনেক এলাকাই জলমগ্ন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুয়ায়ী, চলতি সপ্তাহেও এই ছবির কোনওরকম বদল ঘটছে না। পাশাপাশি আগামী বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরের বেশ কয়েকটি জেলায়। সোমবার দক্ষিণের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী দুইদিন বৃষ্টির পরিমাণ বাড়বে।
এমনকী, বীরভূম, মুর্শিদাবাদে আগামী কাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতারপরিমাণ বেশি থাকায় ঘেমো গরমের অস্বস্তি থেকে রেহাই মিলছে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বাধিক জলীয় বাষ্পের পরিমাণ ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ১৩.২ মিলিমিটার।বাংলার পাশাপাশি অতি ভারী বৃষ্টি হবে বিহারে।
প্রবল বর্ষণের সম্ভাবনা অসম ও মেঘালয়েও। উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও অরুণাচলপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও। তার ফলে নতুন করে সপ্তাহের মাঝে উত্তরবঙ্গ ও বিহার সংলগ্ন জেলার নদীগুলির জলস্তর বাড়বে। কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কাও রয়েছে।