31 C
Kolkata

Bye Election: সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা কমিশনের

সাগরদিঘি: কিছুদিন আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাগরদিঘির বিধায়ক তথা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুব্রত সাহা। ফলে আসনটি ফাঁকা পড়ে রয়েছে। সেক্ষেত্রে জল্পনা দানা বাঁধতে শুরু করেছে, তবে কি এই আসনেই জন্য উপনির্বাচন হবে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে? সমস্ত জল্পনা অবসান ঘটিয়ে ওই কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, আগামী ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ওই বিধানসভা কেন্দ্রে।

সাগরদিঘিতে উপনির্বাচন হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। ২ মার্চ প্রকাশিত হবে সেই উপনির্বাচনের ফল। সাগরদিঘি-সহ দেশের মোট ৬টি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি। এর মধ্যে রয়েছে লক্ষদ্বীপ লোকসভা কেন্দ্র, অরুণাচল প্রদেশের লুমলা বিধানসভা কেন্দ্র, ঝাড়খণ্ডের রামগড়, তামিলনাড়ুর ইরোদে পূর্ব, পশ্চিমবঙ্গের সাগরদিঘি, মহারাষ্ট্রের কেশব পীঠ ও চিচওয়াড়। ৩১ জানুয়ারি সাগরদিঘি উপনির্বাচনের নোটিফিকেশন প্রকাশিত হবে। ৭ ফেব্রুয়ারি নমিনেশন জমা দেওয়ার শেষ দিন। ৮ ফেব্রুয়ারি নমিনেশনের স্ক্রুটিনি। ১০ ফেব্রুয়ারি প্রার্থীপদ বাতিলের শেষ দিন। ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন এবং ২ মার্চ নির্বাচনের ফলপ্রকাশ।

আরও পড়ুন:  Health tips: শশা খাবার সঠিক সময় জানেন? রইল টিপস!

সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের টানা তিন বারের বিধায়ক ছিলেন সুব্রত সাহা। ২০১১ সালে তিনি ছিলেন মুর্শিদাবাদ জেলার এক মাত্র তৃণমূল বিধায়ক। এর পর ২০১৬ এবং ২০২১ সালেও জিতেছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সাগরদিঘি থেকে জিতেছিলেন তিনি। তৃণমূলের এই প্রার্থী সেখান থেকে জিতে রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। ২০২২ সালের ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হন সুব্রত সাহা। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তাঁর। দলের বিধায়কের মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত সাহার মৃত্যুর জেরেই উপনির্বাচন হবে সাগরদিঘি বিধানসভায়।

আরও পড়ুন:  Health care tips : স্বাস্থের উপকারের জন্য কোন ফল কখন খাবেন!

Featured article

%d bloggers like this: