নিজস্ব সংবাদদাতা: আজ দেশের সাধারণ বাজেটের সঙ্গেই রেল বাজেট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশকে ৪০০টি নতুন ট্রেন উপহার দিলেন তিনি। রেল যোগাযোগের মানোন্নয়নেও রেল বাজেট বাড়িয়েছেন অর্থমন্ত্রী। যোগাযোগ উন্নত করার জন্য, আগামী ৩ বছরে দ্রুত গতি সম্পন্ন কার্গো টার্মিনাল তৈরি করা হবে। এর পাশাপাশি মেট্রো পরিবহণকে আপগ্রেড করার নতুন উপায় নিয়ে চিন্তাভাবনা করা হবে এবং সেগুলো বাস্তবায়ন করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। এছাড়া দূরপাল্লার রেল ভ্রমণকে আরামদায়ক করার উপর জোর দেওয়া হয়েছে এবং নির্বাচনী রাজ্য এবং মেট্রো শহরগুলির পাশাপাশি উত্তর-পূর্বকে রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করার উপর জোর দেওয়া হয়েছে।