Wednesday, June 23, 2021
HomeEDITOR PICKSBREAKING: বনগাঁয় ভাঙতে পারে বিজেপি

BREAKING: বনগাঁয় ভাঙতে পারে বিজেপি

নিজস্ব সংবাদদাতা: ফের অনুপস্থিতির লিস্ট বিজেপির বৈঠকে। দিলীপ ঘোষের ডাকা বিজেপির দলীয় বৈঠকে গরহাজির তিন বিধায়ক ও এক সাংসদ। এভাবেই কিছুদিন আগে বিজেপির রাজ্য কমিটির বৈঠকে অনুপস্থিত ছিলেন মুকুল রায় এবং শুভ্রাংশু রায়। যাঁরা আজ তৃণমূলে নাম লেখান।

মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি বিজেপির উত্তর বনগাঁর বিধায়ক অশোক কীর্তনীয়ার সঙ্গে। বনগাঁ মহকুমার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস অসুস্থতার কারণে বৈঠকে হাজির হননি বলে জানিয়েছেন। একই কারণে গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর অনুপস্থিত বলে জানিয়েছেন। বৈঠকে অনুপস্থিত ছিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর‘ও। বৈঠকে দেখা যায়নি বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডলকেও।
অনুপস্থিত থাকার নানান কারণ দিলেও জল্পনা ইতিমধ্যে দানা বাঁধতে শুরু করেছে বিজেপির অন্দরেও। যদিও এ বিষয়ে মুখ খুলতে নারাজ গেরুয়া নেতৃত্ব।

Most Popular