নিজস্ব প্রতিবেদন: বোলপুরের শান্তিনিকেতনের কোপাই নদী থেকে একটু দূরে অবস্থিত প্রত্যন্ত আদিবাসী গ্রাম। আর সেখানেই পালিত হয় এই ‘সেঁজুতি’ উৎসব। ভাবছেন তো এই ‘সেঁজুতি’ উৎসবটি আসলে কি….. অনেকে আছে যারা জানেন আবার কেউ জানেন না…. ‘সেঁজুতি’ উৎসব হল বৃক্ষরোপন উৎসব। কবিগুরু রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতি বাঁচলেই মানুষ বাঁচবে। তাই প্রকৃতিকে ভালোবাসার জন্যই বৃক্ষরোপণ শুরু করলেন এই ‘সেঁজুতি’ উৎসবের মাধ্যমে। এই উৎসব বহু বছর ধরে পালিত হয় এই আদিবাসী গ্রামে।
বিশ্ব পরিবেশ দিবসে শান্তিনিকেতনের এক প্রত্যন্ত আদিবাসী গ্রাম কুঠিপাড়া সেহালায় বৃক্ষরোপণের মাধ্যমে ‘সেঁজুতি’ পালন করা হল। সকাল থেকে টুডু, হাঁসদা, সোরেন মর্মুর এই গ্রামের ছোট-বড় ছেলে-মেয়েরা লোকনৃত্যর পাশাপাশি রবীন্দ্র-নজরুলমুখী অনুষ্ঠানে অংশ নেয়। বাউল গান পরিবেশন করেন সনৎ দাস। এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছে ‘টেগোর পিস সার্কেল (বোলপুর),’ইউ আর আই এবং ‘বাংলা সংস্কৃতি বলয়’।
সংস্থার পক্ষ থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলা-পুরুষদের বস্ত্রদান এবং শিশুদের জন্য বই-খাতা,পেন্সিল, রাবার বিতরণের ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি মধ্যাহ্ন ভোজের আয়োজনও ছিল সেখানে। এই সমাবেশকে পূর্ণতা দিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি অরুণ কুমার চক্রবর্তী, মধুমিতা মুখোপাধ্যায়, রমাকান্ত জানা(মন্টুদা), বিশ্বদেব চক্রবর্তী, বিশ্বজিৎ ঘোষ, প্রণতোস্মি নন্দী, প্রতাপ ঘোষ, অমলেশ দাশগুপ্ত, মানসী দাস, টিনা ঘোষাল প্রমুখ। এই উৎসব যদি দেখতে চান তাহলে আপনারা অবশ্যই বিশ্ব পরিবেশ দিবস অর্থাৎ, ৫ জুন শান্তিনিকেতনের আদিবাসী গ্রাম কুঠিপাড়ায় ঘুরে আসতেই পারেন।