নিজস্ব প্রতিবেদন: খেজুরিতে উদ্ধার বিজেপি কর্মীর মৃতদেহ। খুন করা হয়েছে বলে অভিযোগ জানান মৃত বিজেপি কর্মী শম্ভুনাথ বারুইয়ের পরিবার।
বাড়ি থেকে দূরে একটি মাঠে বৃহস্পতিবার সকালে পাওয়া যায় শম্ভুনাথের মৃতদেহ। গত রাতে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে আর বাড়ি ফেরেননি। এরপরই সকালে উদ্ধার হয় মৃতদেহ।
স্থানীয় বাসিন্দারা জানান, আগে তৃণমূল কংগ্রেসে ছিলেন শম্ভুনাথ। আমফানের পর শাসক দলের পক্ষ থেকে ক্ষতিপূরণ না পেয়ে বিজেপির দিকে ঝোঁকেন তিনি। তার মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে বাসিন্দারা জানান। তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তপ্ত রয়েছে এলাকা তথা জেলা বিজেপি নেতৃত্ব।