33 C
Kolkata

বাংলায় করোনার টিকা কম প্রধানমন্ত্রীকে অভিযোগ মমতার

নিজস্ব সংবাদদাতা : বাংলার জনসংখ্যার নিরিখে টিকা কম পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে অভিযোগ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে কভিড সহ রাজ্যের নাম পরিবর্তন ও একাধিক গুরুত্ব পূর্ন বিষয়ে আলোচনা হয়। তবে আলোচনায় কভিড সব থেকে বেশি প্রাধান্য পায়। এদিন প্রায় আধাঘন্টা বৈঠক হয় দুজনের মধ্য। এর পর মমতা দিল্লিতে নিজ বাসভবনে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এটা একটা কাসি মিটিং। তৃতীয়বার সরকার গঠনের পর দেখা হয় নি। তাই দেখা করলাম। অন্যদিকে দীর্ঘ দুই বছর পর এলাম দিল্লিতে। পাশপাশি তিনি জানান, প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে কভিড মোকাবিলায় বাংলা ভালো কাজ করছে। কিন্তু চাহিদা অনুযায়ী টিকা পাওয়া যাচ্ছে না। তাই সমস্যায় পড়তে হচ্ছে। সে তুলনায় অন্যান্য রাজ্যে টিকার যোগান বেশি। জন সংখ্যা বাংলায় অনেকটাই বেশি তাই সেই নিরিখে ভ্যাকসিন পাঠানো হোক। অন্যদিকে এদিন বিরোধী রাজনীতির মঞ্চ বাঁধতে মমতা অনেক নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। এবিষয়ে তিনি বলেন, অনেকে আমার পূর্ব পরিচিত, বন্ধু তাদের সঙ্গে সাক্ষাৎ করলাম। দীর্ঘ দুই বছর পর দিল্লি এসেছি।

আরও পড়ুন:  Viral News: কুস্তিগিরদের সমর্থনে ৪০ কিমি পদযাত্রা চুঁচুড়ার পদকজয়ী ক্রীড়াবিদ সংগ্রাম মল্লিকের

Featured article

%d bloggers like this: