নিজস্ব সংবাদদাতাঃ হাওড়ার শ্যামপুরের বাসিন্দা সামসেদ। পেশা সাপ ধরে বিক্রি করা। এটাই জানতেন তাঁর পরিবারের সদস্য থেকে পাড়া প্রতিবেশীরা। কিন্তু এখানেই শেষ নয়। সামসেদকে গ্রেফতার করতে এসে হতবাক বন দফতরের আধিকারিকরা।
ঘটনার সূত্রপাত শনিবার সকালে। পাড়ার একটি ঝিলের ধারে সামসেদ ধরে একটি বিষাক্ত সাপ। আর এই সাপ ধরার ছবি ক্যামেরা বন্দি করেন স্থানীয় এক পরিবেশকর্মী। আর তা তিনি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেন বনদফতরের আধিকারিকদের কাছে।
এরপর সাসসেদকে গ্রেফতারের জন্য সামসেদের বাড়িতে হাজির হন বনদফতরের আধিকারিকরা। সামসেদের বাড়ি থেকে উদ্ধার সাতটা কেউটে সাপ ও একটি দেশি বন্দুক। যা দেখে চক্ষুশূল বন দফতরের আধিকারিকদের। তবে কি সাপ ধরার আড়ালে অন্য কিছু অসামাজিক কাজের সঙ্গে জড়িত সামসেদ?
ধৃত সামসেদকে শনিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে আগামী 4 জুলাই অবধি পুলিশি হেফাজতের নির্দেশ দেন।