31 C
Kolkata

মুখ্যমন্ত্রীর পা ভাঙা নিয়ে কটাক্ষ করলেন অর্জুন সিং

নিজস্ব সংবাদদাতা : উত্তর চব্বিশ পরগনা জেলাশাসকের দপ্তরে মহকুমাশাসকের কাছে মনোনয়ন পত্র জমা দিলেন আমডাঙ্গার বিজেপি প্রার্থী জয়দেব মান্না । সঙ্গে ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ।

তিনি জানিয়ে গেলেন বিজেপি জিতছে, লোকসভা নির্বাচনে পয়ত্রিশ হাজার ভোটে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে পিছিয়ে থাকলেও আমডাঙ্গায় বিজেপি প্রার্থী যে জিতবে তা দুশো শতাংশ নিশ্চিত ।

বিজেপি রাজ্যে দুশোর বেশি আসন পাবে জানিয়ে অর্জুন সিং বলেন ‘মুখ্যমন্ত্রীর পা ভাঙা বাতিল চেক হয়ে গেছে।’ অর্জুন সিং এও বলেন’ রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই’।

মনোনয়ন পত্র জমা দিতে ব্যক্তিগত সিকিউরিটি গার্ড নিয়ে জেলা শাসকের দপ্তরের ভেতরে দেগঙ্গার তৃণমূল প্রার্থী রহিমা মন্ডলের ঢোকা আইন লঙ্ঘন জানিয়ে অর্জুন সিং বলেন, এ নিয়ে অভিযোগ করবেন কমিশনে ।

আরও পড়ুন:  Trinamool Congress: 'দিল্লিতে পরিবর্তন চাই,' নয়া পোস্টার ঘাসফুল শিবিরের

Featured article

%d bloggers like this: