33 C
Kolkata

Anubrata Mondal: নিউটনের বাড়িতে অনুব্রত

নিজস্ব প্রতিবেদন: একটানা ১৭ দিন এসএসকেএমের উডর্বান ওয়ার্ডে ভর্তি ছিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী তার হৃদযন্ত্রে দুটি ব্লকেজ দেখা দিয়েছে। তার জন্য কিছু পরীক্ষা করা জরুরি। রিপোর্ট আসার পরই চিকিৎসকেরা ঠিক করবেন চিকিৎসা পদ্ধতি নিয়ে। আপাতত সম্পূর্ণ বিশ্রাম এবং চার সপ্তাহ পর আবার তাঁকে চেক আপের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বীরভূম নয় আপাতত নিউটাউনের ফ্ল্যাটেই অনুব্রত থাকবেন।

প্রসঙ্গত, গরুপাচার মামলায় গত ১৪ ফেব্রুয়ারি মাসে প্রথম অনুব্রতকে সিবিআই তলব করেন হাজিরা দেওয়ার জন্য। এরপর ২৫ ফেব্রুয়ারি, ৪ মার্চ, ১৫ মার্চ আবারও অনুব্রতকে সিবিআই তলব করেন। কিন্তু শারীরিক সমস্যা ও একাধিক অসুবিধার কথা জানিয়ে বীরভূম জেলা সভাপতি বারংবার হাজিরা এড়ান। সিবিআই তরফে দাবী, গরুপাচার কাণ্ডে অনুব্রতের নাম উঠে এসেছিল। আর তারই জিজ্ঞাসাবাদের করার জন্য অনুব্রতকে বারবার তলব তাদের। এর পাশাপাশি ৬ এপ্রিল অর্থাৎ পঞ্চম বারের সিবিআই এর তলবে সাড়া না দিয়ে।

আরও পড়ুন:  TCS Employee: সুখের দিন শেষ ! কর্মীদের কড়া চিঠি দিয়ে অফিসে ডাকল TCS

বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন তিনি। উচ্চ রক্তচাপ, স্লিপ অ্যাপনিয়া ও সংক্রমণ-সহ একাধিক সমস্যা রয়েছে তাঁর। এর আগে ফুসফুসের পরীক্ষা করা হয়েছিল অনুব্রতর। কিন্তু বুকে ব্যাথা এবং শ্বাসকষ্ট না কমায় সিটি অ্যানজিও করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Featured article

%d bloggers like this: