29 C
Kolkata

Asansol By Election:- বিহারী বাবুকে হারাতে আসানসোলে এক অন্য বিহারী বাবু

নিজস্ব প্রতিবেদন :- হাতে আর মাত্র দুটো দিন । চলতি মাসের ১২ তারিখে আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন । নির্বাচনের আগে জোর কদমে প্রচার চালাচ্ছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরাই । কটাক্ষ পাল্টা কটাক্ষে সরগরম আসানসোলের রাজনৈতিক পরিবেশ । আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী করেছে বহিরাগত বিহারী ব্যাপক জনপ্রিয় অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে । এবার শত্রুঘ্ন সিনহাকে পাল্টা চাপ দিতে ময়দানে নামলেন আরও এক বিহারীবাবু ।

শনিবার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের হয়ে প্রচার ময়দানে নামেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ । গত লোকসভা নির্বাচনে যাঁর কাছে বিপুল ব্যবধানে হারতে হয়েছিল শত্রুঘ্ন সিনহাকে এবার সেই বিহারীবাবু টক্কর দিতে নামলেন ময়দানে । অন্যদিকে শনিবারই তৃণমূল প্রার্থীর হয়ে রোড শো করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

বিজেপি-র টিকিটে পর পর দু’ বার পটনা সাহিব কেন্দ্র থেকে জয়ী হন শত্রুঘ্ন সিনহা। কিন্তু গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হওয়ার পর ২০১৯ সালে কংগ্রেসের টিকিটে ওই কেন্দ্র থেকে লড়েন তিনি। শত্রুঘ্নর বিপক্ষে রবিশঙ্কর প্রসাদকে প্রার্থী করে বিজেপি। ফল বেরোতে দেখা যায়, প্রায় তিন লক্ষ ভোটে রবিশঙ্করের কাছে পরাজিত হয়েছেন শত্রুঘ্ন সিনহা। সেই শত্রুঘ্নকেই এবারে আসানসোলে প্রার্থী করেছে তৃণমূল। এ দিন আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে এসে শত্রুঘ্নকে তীব্র কটাক্ষ করেন রবিশঙ্কর প্রসাদ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন,”শত্রুঘ্ন সিনহা তিন বার দল বদলেছেন। কত দিন তিনি থাকবেন তৃণমূলে? উনি তো আমার কাছেই হেরেছেন।” একই সঙ্গে তাঁর দাবি, “আসানসোল বিজেপি-র দখলেই ছিল, বিজেপি-রই থাকবে।” প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, “অগ্নিমিত্রা আসানসোলের মেয়ে, ওকে সবাই সমর্থন করবে।” আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এদিন বিহারীবাবু দাবি করেন ,”বাংলার পরস্থিতি খুব খারাপ। পুলিশের ভূমিকা অত্যন্ত খারাপ। পুলিশের তদন্তের উপর আর ভরসা নেই জনতার। তাই একটি মামলা নিয়ে বারবার আদালতে ছুটে যেতে হচ্ছে জনতাকে।” এছাড়া তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার উদ্দেশে তাঁর খোঁচা, “শত্রুঘ্ন কতদিন তৃণমূলে থাকবেন? উনি তো লোকসভা ভোটে আমার কাছেই হেরেছিলেন । “

আরও পড়ুন:  Lifestyle tips : জানেন দাঁত দিয়ে নখ কাটা একটা মানসিক রোগ? কী ভাবে ছাড়বেন এই বদভ্যাস!

সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদকে এবার পাল্টা জবাব দিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। তাঁর কড়া জবাব, “বাংলা আসলে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। এই প্রত্যাখ্যান মেনে নিতে পারছে না। তাই বাংলার কুৎসা করতে নেমেছেন নেতারা। তবে রবিশংকর প্রসাদ যা বলেছেন, তার জন্য ক্ষমা চাওয়া উচিত। বাংলায় প্রতিটি অন্যায়ের শাস্তি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সাম্প্রতিক ঘটনাগুলোর তদন্তের দিকে তাকালেই তা বোঝা যাবে। “

আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচনী লড়াই ঘিরে উত্তাপ বাড়ছে রাজনৈতিক মহলে। শেষদিনের প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সবাই। সকালে বিজেপি প্রার্থীর সমর্থনে রবিশংকর প্রসাদ এসেছেন। আর বিকেলে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহার প্রচারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি রোড শো করবেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে,এদিন দিনের প্রথমার্ধ্বেই প্রচারযুদ্ধ জমে উঠল বিজেপি-তৃণমূলের ।

আরও পড়ুন:  Lifestyle tips: হেনার গুণে কমে চুল পড়া, রুক্ষ চুলেও ফেরে জেল্লা ! 

Featured article

%d bloggers like this: