31 C
Kolkata

হেলমেটে থেকে সংক্রমণ রুখতে বাড়তি পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদন: দুই চাকা চালিত যে কোন গাড়ির জন্য হেলমেট পড়া বাধ্যতামূলক। এমনটাই সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। তবে আপনি কি জানেন হেলমেট ছড়াতে পারে সংক্রমণ। সেই সংক্রমণে হাত থেকে কিভাবে রক্ষা পাবেন তা দেখে নিন…

প্রতিদিন ও হেলমেট পরিস্কার করুন। কারণ প্রতিদিনের রাস্তার ধুলো ময়লাতে হেলমেটের ভিতরে দুর্গন্ধ হয়। আর এই দুর্গন্ধ থেকে মুক্তি পেতে শ্যাম্পু দিয়ে হেলমেটের ভিতরের প্যাডিংয়ের চারপাশে শ্যাম্পু লাগিয়ে এটি ধুয়ে ফেলতে হবে। বেকিং সোডা ব্যবহার করার ফলে হেলমেটের দুর্গন্ধ দূর হতে পারে।

হেলমেট নতুনের মত রাখার জন্য কম ক্ষার যুক্ত সাবান ব্যবহার করুন। ১ চা চামচ ব্লিচিং পাউডার জলে গুলে তারপর হেলমেটের ভিতরটি পরিষ্কার করতে পারেন। এইসব ছবি ব্যর্থ হয় তাহলে হেলমেট কিট কিনে হেলমেট পরিস্কার রাখতে পারেন।

আরও পড়ুন:  National News: কুস্তিগিরদের সমর্থনে মুজাফফরনগরে মহাপঞ্চায়েতের ডাক কৃষকদের

Featured article

%d bloggers like this: