চয়নিকা চন্দ্র, দঃ ২৪ পরগণা: বর্তমানে পথদুর্ঘটনায় মৃতের সংখ্যা প্রায় বেড়েই চলেছে, রাস্তাঘাটে গাড়ির বেসামাল গতির ফলে প্রাণ হারাচ্ছেন মানুষ। আজও ঘটল এমনই এক মর্মান্তিক দুর্ঘটনা। গঙ্গাসাগরে পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক শিশুর। মায়ের সঙ্গে জিম্যাস্টিক ক্লাস করে অটোয় করে সাগরের বিষ্ণুপুরের বাড়িতে ফিরছিল বছর পাঁচেকের সৌমিলি জানা। দক্ষিণ ২৪ পরগনার সাগর কোস্টাল থানার মিশন রোড এলাকায় অটোটি উল্টে যায়, চাপা পড়ে যায় মা ও মেয়ে।
ঘটনার কিছুক্ষনের মধ্যেই স্থানীয় বাসিন্দারা মা ও মেয়েকে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পাঁচ বছরের সৌমিলিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সৌমিলির মাকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সূত্রের খবর, সাগর নরেন্দ্রপুর সুলোচনা নার্সারি স্কুলের ছাত্রী সৌমিলী জানা। এই মর্মান্তিক দুর্ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।