নিজস্ব প্রতিবেদন : ছত্রিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ ২২ জন সেনা জওয়ান।নিখোঁজ এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনীর এক জন সেনা জওয়ান।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । মাওবাদীদের মোকাবিলা করতে একসঙ্গে লড়বে কেন্দ্র-রাজ্য, বার্তা শাহের।
ছত্তিশগড়ে সম্প্রতি মাও কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। গত মাসেও নারায়ণপুর জেলায় সেনাবাহিনীর একটি বাস যাওয়ার সময় আইইডি বিস্ফোরণ ঘটায় মাওরা।
শনিবার গোপন সূত্রে মাও ঘাঁটির খবর পেয়ে বিজাপুরের তারেম এলাকার সিলগার জঙ্গলে অভিযান চালাচ্ছিল সিআরপিএফ এবং রাজ্য পুলিশের এসটিএফ সহ যৌথ বাহিনী। তল্লাশির খবর পৌঁছে গেলে গা ঢাকা দিয়েই অতর্কিতে নিরাপত্তাবাহিনীর উপর হামলা চালায় মাওবাদীরা।