29 C
Kolkata

ইংল্যান্ডে পা দিল ভারতীয় ক্রিকেট দল

নিজস্ব সংবাদদাতা: আর কিছুদিনের অপেক্ষা। ইংল্যান্ডে শুরু হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ইন্ডিয়ান বয়েজদের ম্যাচ শুরু ১৮ জুন থেকে। আর মহিলারা ইংল্যান্ডে টেস্ট খেলবে ব্রিটিশদের বিরুদ্ধে।
সেই সূচি মেনেই কোয়ারেন্টাইন সম্পূর্ণ করে ইংল্যান্ডে পা রাখল ভারতীয় দুই দলই। গতকাল কোভিড প্রোটোকল মেনেই তাঁরা বিমানে ওঠেন।


বিসিআইয়ের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছে বিমানের মধ্যে সবাই বেশ মজা করতে করতে যাচ্ছেন। নিজের অভিজ্ঞতা শেয়ার করেন ভারতীয় মেন্স দলের অর্থডক্স বোলার অক্ষর প্যাটেল। তিনি বলেন, বিমানে দু ঘণ্টা সিনেমা দেখার পর তিনি ছয় ঘণ্টা ঘুমিয়ে পড়েছিলেন,উঠে ব্রেকফাস্ট করলেন। এর সঙ্গে অক্ষর জানান, ইংল্যান্ড পৌঁছেও রুটিন একদম কড়া। তিনদিনের কোয়ারেন্টাইন,একে অপরের সাথে দেখা করতে পারবেন না।

আরও পড়ুন:  Brij Bhushan Sharan: গভীর রাতে ব্রিজভূষণের বাড়িতে তদন্তকারী দল

Featured article

%d bloggers like this: