নিজস্ব সংবাদদাতা : গত বছর অতিমারীর জেরে দেশজুড়ে লকডাউন ঘোষণার পর স্তব্ধ হয়ে গিয়েছিল ময়দান। সব ধরনের খেলা বন্ধ হয়েছিল। দিনের পর দিন ঘরবন্দি হয়েই সময় কেটেছে খেলোয়াড়দের। তখনই নাকি নতুন ইনিংস শুরুর সিদ্ধান্ত নিয়েছিলেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী তারকা শুটার গগন নারাং।
পাত্রীও শুটারই। ২০১০ সালে কমনওয়েলথ গেমসে সোনা জয়ী তারকা অন্নু রাজ সিং। দেশের অন্যতম সেরা শুটার নারাং বলছেন, ‘সম্পর্ক দীর্ঘদিনের হলেও গত বছরের আগে বিয়ের কথা ভাবিনি। গত বছর লকডাউনের সময় শেষমেশ খেলার বাইরে কিছু ভাবার সুযোগ পেলাম।
আমরা খেলার প্রতি একে অপরের ভালবাসাটা খুব ভাল বুঝি। পরস্পরের চড়াই-উতরাইরা কাছ থেকে দেখেছি। আর সেই জন্যই নিজেদের মধ্যে বোঝাপড়াটা ভাল। সেটাই বিয়ের সিদ্ধান্তটা নিতে আরও সাহায্য করল।’২০১২ লন্ডন অলিম্পিকে দুই তারকাই অংশ নিয়েছিলেন।
যেখানে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন নারাং । শুটিংয়ের মঞ্চ থেকে বিদায় নেওয়ার পর এবার নতুন জীবন শুরুর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
৩৭ বছরের পিস্তল শুটার অন্নুর সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন। চলতি মাসেই হায়দরাবাদে বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। যদিও ঠিক কোন তারিখে বিয়ে, তা এখনও জানা যায়নি।