ঢাকা: প্রথম টেস্ট ড্র হওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে জয় পেল শ্রীলঙ্কা। সেইসঙ্গে দু-ম্যাচের সিরিজও পকেটে পুড়ে নিল করনারত্নে-চান্দিমালরা। ঢাকার শের-ই বাংলা স্টেডিয়ামে ২৩ মে থেকে শুরু হওয়া টেস্টে শুরুতে ব্যাট করে ৩৬৫ রান করে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ হলেও মুসফিকুর রহিম ও লিটন দাশ। সর্ব্বোচ্চ ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন মুসফিকুর। অন্যদিকে ১৪১ রানে আউট হন লিটন। জবাবে ব্যাট করতে নেমে দারুন শুরু করে লঙ্কা ব্রিগেড। ৫৭ রান করেন ফার্নান্দো। ৮০ রান করেন অধিনায়ক করুনারত্নে। শ্রীলঙ্কার হয়ে সর্ব্বোচ্চ ১৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ম্যাথিউস। ৫৮ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। ১২৪ রানের ইনিংস খেলে লঙ্কা বাহিনীকে ৫০৬ রানে পৌঁছে দেন চান্দিমাল। কাজেই ১৪১ রানের লিড পায় শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় ইনংসে দীর্ঘ হয়নি মুসফিকুর, তামিমদের ইনিংস। লিটন দাশ (৫২) ও শাকিব আল হাসান (৫৮) ছাড়া কেউ পঞ্চাশ রানের গণ্ডী টপকাতে পারেননি। ১৬৯ রানেই শেষ হয় তাদের ইনিংস। এরপর মাত্র ২৯ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে পঞ্চম দিনের শুরুতেই জয় পকেটে পুরে নেয়ে শ্রীলঙ্কা।