নিজস্ব সংবাদদাতা : থাইল্যান্ড ওপেন খেলতে ব্যাংককে রয়েছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকারা । কিদাম্বী শ্রীকান্ত ও সাইনা নেহওয়াল ছাড়াও রয়েছেন পিভি সিন্ধু, সৌরভ ভার্মা, অশ্বিনী পোনাপ্পা। ব্যাংককের স্বাস্থ্য অধিকারিকদের চিকিত্সা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা কিদাম্বী শ্রীকান্ত।
চতুর্থবার কোভিড টেস্টের পর তাঁর নাক গিয়ে গলগল করে রক্ত বের হয় বলে অভিযোগ করে শ্রীকান্ত। শুধু তাই নয়, সেই ছবি টুইটারে পোস্ট করে তিনি লেখেন,’We take care of ourselves for the match not to come and shed blood for THIS . However , I gave 4 tests after I have arrived and I can’t say any of them have been pleasant. Unacceptable.’ ২৭ বছরের শ্রীকান্ত বুধবার টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামছেন।
প্রথম রাউন্ডে তাঁর প্রতিদ্বন্দ্বী স্বদেশীয় সৌরভ ভার্মা। কিন্তু এর আগের দিন টুইটারে তাঁর রক্তাত নাকের ছবি পোস্ট করে আয়োজক দেশের স্বাস্থ্য অধিকারীদের চিকিত্সা পদ্ধতি নিয়ে সরব হন শ্রীকান্ত। এদিনই সাইনা নেহওয়াল ও এইচএস প্রণয়ের ভুল কোভিড রিপোর্ট প্রকাশ্যে আসার পর ব্যাংককের স্বাস্থ্য অধিকারীদের নিয়ে প্রশ্ন ওঠে।
সাইনাকে হাসপাতালে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হোটেলে একই রুম শেয়ার করা তাঁর স্বামী পারুপল্লী কাশ্যপকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পরে ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয় সাইনার কোভিড টেস্টের রিপোর্ট ভুল ছিল। তারপর চিকিত্সা পদ্ধতি নিয়ে সরব হন ভারতীয় তারকা খেলোয়াড়রা ।