নিজস্ব সংবাদদাতা : কোভিড আক্রান্ত হলেন প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা। মঙ্গলবার রাতে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আপাতত সুস্থ রয়েছেন প্রাক্তন ফুটবলার। সোমবারই কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তাঁর। এরপর মঙ্গলবার ভর্তি হন তিনি।
প্রাক্তন এই ফুটবলার জানান , ”কোনও উপসর্গ ছিল না। তবে খেতে সমস্যা হচ্ছিল বেশ কিছু দিন ধরেই। কোভিড পরীক্ষার ফল আসতেই আমি হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন খেতে সমস্যা হচ্ছে না। তবে আগে খাওয়ার ইচ্ছে চলে গিয়েছিল। আমি সুস্থ আছি।”
শুধু নিজের সুস্থতার খবর দেওয়া নয়, সাধারণ মানুষের উদ্দেশেও বার্তা দিলেন প্রাক্তন ফুটবলার। তিনি বলেন, ”এটা ভাবার কারণ নেই যে করোনা চলে গিয়েছে। তাই মাস্ক পরে চলতে হবে, দূরত্ব বিধি মেনে চলতে হবে। আমি সবটাই মেনে চলেছি তবে হয়তো কোনও ভাবে আক্রান্ত হয়ে গিয়েছি।
তাই সকলকে আরও সতর্ক হতে অনুরোধ করব।” এদিকে পাহাড় থেকে সমতল, লাফিয়ে বাড়ছে করোনা। বেড়ে চলা করোনা পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন স্বাস্থ্যকর্তা। রাজনৈতিক সমাবেশগুলিতে মানা হচ্ছে না কোভিড বিধি।
বেড়ে চলা করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন ডেকে আশঙ্কার কথা জানিয়েছেন, উত্তরবঙ্গের কোভিড আধিকারিক চিকিত্সক সুশান্ত রায়।