নিজস্ব প্রতিবেদন: পজিটিভ হয়েই নেগেটিভ শুরু! আইপিএলের শুরুর আগেই ধাক্কা খেলো রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির বোলার, অল রাউন্ডার ডেনিয়েল স্যামস্ আক্রান্ত হলেন করোনায়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফে ট্যুইট করে খবরটি জানানো হয় বুধবার।
ট্যুইটে বলা হয়, ৩য় এপ্রিল চেন্নাইতে করা ডেনিয়েল স্যামসের প্রথম করোনা রিপোর্ট নেগেটিভ এলেও,৭ই এপ্রিল দ্বিতীয় রিপোর্ট পজিটিভ আসে। উপসর্গহীন তিনি এই মুহূর্তে। মেডিকেল ফেসিলিটি সহ তিনি আইসলেশনে আছেন।
প্রসঙ্গত, গত সপ্তাহেই করোনা পজিটিভ হন আরসিবি’র নতুন ওপেনার দেবদত্ত পাড়িক্কল। তিনি বর্তমানে ব্যাঙ্গালোরে নিজের বাড়িতে আইসলেশনে আছেন। আজ দেবদত্ত নিজে জানান যে, তিনি নেগেটিভ হয়েছেন এবং ভালো আছেন। উল্লেখ্য, দুই খেলোয়াড়েরই প্রথম রিপোর্ট নেগেটিভ ও দ্বিতীয় রিপোর্ট পজিটিভ আসে। এছাড়াও গত সপ্তাহে মুম্বাই ইন্ডিয়ান্সের উইকেট কিপিং পরামর্শদাতা কিরণ মোর পজিটিভ হন। এছাড়াও ওয়াংখেড়ে স্টেডিয়ামের ১০ জন কর্মকর্তা করোনা পজিটিভ হন।