নিজস্ব সংবাদদাতা : ১০ মাস পরে কোর্টে ফেরায় সিধুকে নিয়ে আশাবাদী ছিল সমর্থকরা। ২ মাস ধরে লন্ডনে অনুশীলন করায় অনেকেই আশা করেছিলেন সিধু আবার আগের মতই খেলতে দেখা যাবে। আস্কা করা হয়েছিল অলিম্পিক পদক জয়ী সিন্দু আবার জয় দিয়েই অভিযান শুরু করবেন। কিন্তু সেই আশা পুরোন হল না।
পি ভি সিন্ধু ৭৮ মিনিত ধরে চলা তিন গেমের লড়াইয়ে ছিটকে গেলেন। বিশ্ব রাঙ্কিংয়ের ১৮ নম্বর খেলয়াএ দেন্মারকের মিয়া ব্লিচফেল্টের বিরুদ্ধে ২ গেমে হেরে তাইলান্ড ওপেন থেকে বিদায় নিলেন সিন্দু। ম্যাচের ফল ২১-১৬, ২৮-২৬, ১৩-২১।
ম্যাচের প্রথম গেমে এগিয়ে গেলেও বাকি ২ গেমে সিন্ধু আর পিছনে ফেলতে পারেননি ব্লিচফেল্ট’কে। দ্বিতীয় গেমের শুরুতে কিছুটা সময় এগিয়েছিলেন (১১-৮)। এরপর খেলায় ফেরেন ব্লিচফেল্ট। শেষ পর্যন্ত ম্যাচ বেরক্রে নেন ব্লিচফেল্ট।
সাইনা ও প্রণয়ের করোনা আক্রান্ত হওয়ার খবরে ভারতের কোচ, ম্যানেজারদের ম্যাচে থাকার অনুমতি ছিল না। এতে সিন্ধুর পক্ষে কিছুটা হলেও পরিস্থিতা কঠিন হয়ে যায়। সিন্ধুর হারের পর ভারতের আশা এখন সাইনা নেহওয়ালের ওপর টিকে আছে। পরিবর্তিত সূচিতে আজ সাইনা নামবেন।