নিজস্ব সংবাদদাতা : জীবিত ব্যক্তি ‘মৃত’ উল্লেখ করা কিংবা কোনও প্রতিষ্ঠানের সাল বদলে দেওয়ার ঘটনা আগেও ঘটিয়েছে উইকিপিডিয়া। আবার গুগল সার্চ ইঞ্জিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মোস্ট ওয়ান্টেডের তালিকায় ফেলা হয়েছে।
পরিচয় বদলে গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পেরও। এবার ধোনির নাম যুক্ত হলো সেই তালিকায়। গুগলের সার্চ ইঞ্জিনে পাকিস্তান ক্রিকেট টিম লিখে সার্চ করলেই ভেসে উঠবে ‘ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির’ নাম। ডেস্কটপ কিংবা ল্যাপটপে যা ডান দিকে দেখতে পাবেন।
সেখানেই পাক দলের অধিনায়কের স্থানে জ্বলজ্বল করছে ধোনির নাম! ধোনির উইকিপিডিয়ার পেজটির সঙ্গে আবার লিংকও করা হয়েছে সেই নাম। কিন্তু পাক দলের উইকি পেজটি খুলতেই বদলে যাচ্ছে ছবিটা। দেখা যাচ্ছে, ক্যাপ্টেন হিসেবে রয়েছে বাবর আজমের নামই।
তাহলে গন্ডগোলটা কোথায়? না, তা ঠাউর করে ওঠা যায়নি। তবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অধিনায়ক হিসেবে তিনবার বিশ্বজয়ী ক্যাপ্টেন কুলের নাম দেখে অবাক হয়েছেন সকলেই। অনেকে আবার বলছে, পাক দলে ধোনির মতো প্লেয়ার না থাকায় হয়তো এভাবেই তাদের কটাক্ষ করা হচ্ছে।
কিন্তু সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীরা যে এই ঘটনায় যারপরানাই ক্ষুব্ধ, সেটিতে সোশ্যাল সাইটে নানা মিমেই পরিষ্কার। কেউ লিখেছেন, রবিবার ছুটির দিন বলে মনে হয় গুগলের এই ভুলের সংশোধন করারও কেউ নেই!