29 C
Kolkata

CWG 2022 : বার্মিংহাম গেমসে ভারতের সাফল্যের খতিয়ান

বার্মিংহাম: সোমবার শেষ হল বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২। এবারের গেমস থেকে ভারতের প্রাপ্তি ৬১টি পদক। যারমধ্যে ২২টি সোনা, ১৬টি রূপো এবং ২৩টি ব্রোঞ্জ পদক রয়েছে ভারতের ঝুলিতে। ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে ভারতের প্রাপ্ত পদকের সংখ্যা ছিল ৬৬। ২০১৮ গেমসে ভারত ২৬টি স্বর্ণপদক জিতেছিল। সেই সংখ্যাটা এবার ২২। সেবার রূপো ও ব্রোঞ্জ ছিল ২০টি করে। সেই নিরিখে এবারের ফলাফল যে খারাপ তা বলাই বাহুল্য। সেবার ১৫টি বিভাগে ২১৬ জন অ্যাথলিট গেমসে অংশ নিয়েছিল। আর এবার ১৬টি বিভাগে ২১০ জন অংশগ্রহণ করেছিল। তাহলেও এবারের কমনওয়েলথ গেমসে ভারত আগের সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে বলে আশা করা হয়েছিল। শেষ পর্যন্ত তা হয়নি। গতবারের থেকে ৫টি পদক কম এসেছে দেশে। তবে বহু ক্ষেত্রেই অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে ভারতীয় ক্রীড়াবিদদের।

এবারের কমওয়েলথ গেমসে সর্ব্বোচ্চ ১২টি পদক এসেছে কুস্তি থেকে। যারমধ্যে ৬টি সোনা, ১টি রূপো ও ৫টি ব্রোঞ্জ রয়েছে। এরপরেই রয়েছে ভারোত্তোলন। এই বিভাগ থেকে ৩টি সোনা, ৩টি রূপো ও ৪টি ব্রোঞ্জ সহ মোট ১০টি পদক এসেছে। অ্যাথলেটিকস থেকে এসেছে ৮টি পদক। তবে সোনা মাত্র একটি। রূপো ও ব্রোঞ্জ এসেছে যথাক্রমে ৪টি ও ৩টি করে। এছাড়া বক্সিং থেকে ৭টি, ব্যাডমিন্টন থেকে ৬টি, টেবিল টেনিস থেকে ৭টি পদক এসেছে ভারতে। ২০২২ সংস্করণে প্রথমবারের জন্য মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছিল গেমসে। সেখানে রৌপ্য পদক জিতেছে হরমনপ্রীত কউরের দল। মাত্র ৯ রানের জন্য হাতছাড়া হয়েছে সোনা। এছাড়াও লন বোলসে পদক জিতে ইতিহাস গড়েছে ভারতীয় দল। সবমিলিয়ে ভারতের এই সাফল্যে খুশি দেশের ক্রীড়া প্রেমীরা।

আরও পড়ুন:  Health tips : প্রতিদিন পান খাচ্ছেন ? জেনে নিন কী হতে পারে !

Featured article

%d bloggers like this: