নিজস্ব সংবাদদাতা : করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভের জেরে মহারাষ্ট্রের অবস্থা একেবারে তছনছ। অসম্ভব গতিতে বেড়েই চলেছে সংক্রমণ। আর করোনা পরিস্থিতিকে লাগাম পরাতে রাত আটটা থেকে সকাল সাতটা অবধি কার্ফু জারি করেছে সরকার।
শুধুমাত্র আইপিএলের জন্য যে দলগুলি মুম্বইতে ম্যাচ খেলবে তাদের অনুশীলনের জন্য হোটেল থেকে বেরোনোর ও হোটেলে ঢোকার বিশেষ অনুমতি দিয়েছে। কারণ সেই সময়তে মুম্বইতে কার্ফুর সময় জারি থাকবে। আইপিএলের ১৪ তম মরশুমের আগে আরও একবার দুঃসংবাদ সামনে এল।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরও দু’জন গ্রাউন্ডস্টাফ করোনা পজিটিভ হলেন। তাঁরা ছাড়াও এক কলের মিস্ত্রিও করোনা পজিটিভ হয়েছেন। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সূত্র এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে।
এমসিএ -র পক্ষ থেকে জানানো হয়েছে আইপিএলের নিরাপত্তা সুনিশ্চিত করতে আর কোনও গ্রাউন্ডস্টাফ ও কর্মচারীরা আর বাড়ি ফিরবেন না।
এর কয়েকদিন আগেই ১০ জন গ্রাউন্ডস্টাফ করোনা ভাইরাস পজিটিভ হয়েছিলেন।সূত্রের খবর অনুযায়ি ওয়াংখেড়ের ভিতরে একটি ক্লাব হাউস আছে।
যতক্ষণ মুম্বইতে আইপিএলের ম্যাচ থাকবেন ততক্ষণ ওয়াংখেড়ের সমস্ত কর্মীরা এই ক্লাবহাউসের ভিতরেই থাকবেন। যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে না পরে।