নিজস্ব সংবাদদাতা : ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে উঠে এল ম্যানচেস্টার সিটি। ওয়েস্ট ব্রম আলবিয়নকে তাদেরই মাঠ স্যাম অ্যালার্ডিসে ৫-০ ব্যবধানে হারাল পেপের ছাত্রটা।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলা শুরু করে ম্যানসিটি। ফলস্বরুপ ম্যাচের ৬ মিনিটে গুন্দোগানের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। এরপর থেকে মুহুর্মুহু আক্রমণ সাজাতে থাকে পেপের ছেলেরা। ওয়েস্ট ব্রমের রক্ষণের ওপর ক্রমশ চাপ বারতে থাকে। ২০ মিনিটের কান্সেলোর গোলে ব্যবধান বাড়ায় সিটি।
আবার ৩০ মিনিটে ওয়েস্ট ব্রমের রক্ষনের ভুলে জার্মান মিডফিল্ডার গুন্দোগান তাঁর দ্বিতীয় গোল পেয়ে যান। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দুরন্ত শটে দলের চতুর্থ গোল করেন মাহরেজ। প্রথমার্ধ শেষ হয় ৪-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের কিছুটা আক্রমণে ঝাঁজ কমায় ম্যানসিটি। ৫৭ মিনিটে স্টার্লিং গোল করে দলের ব্যবধান বাড়িয়ে দেয়। মরসুমের শুরুটা খুব একটা ভালো না করলেও পরপর ১১ ম্যাচ জিতে লিগ শীর্ষে উঠে এল সিটি।
এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগশীর্ষে পেপ গার্দিওলার দল। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল ইউনাইটেড।