33 C
Kolkata

সোয়ানসি সিটিকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টারে ম্যাঞ্চেস্টার সিটি

নিজস্ব সংবাদদাতাঃ সোয়ানসি সিটিকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ম্যাঞ্চেস্টার সিটি। বুধবার অ্যাওয়ে ম্যাচে ৩-১ গোলে জিতলেন পেপ গুয়ার্দিওলার ছাত্ররা। এদিন জিতে ইপিএলের দল হিসাবে ঘরোয়া ফুটবলে টানা ১৫ ম্যাচ জিতে সবথেকে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়ল সিটি। ১৮৯১-৯২ মরশুমে ফ্রেস্টন এবং ১৯৮৭-৮৮ মরশুমে আর্সেনাল টানা ১৪টি করে ম্যাচ জিতে এই রেকর্ড এতদিন নিজেদের দখলে রেখেছিল।

গত বছরের ১৬ ডিসেম্বর শেষবার জয়হীন অবস্থায় মাঠ ছেড়েছিলেন গুয়ার্দিওলার শিষ্যরা। ওয়েস্ট ব্রমউইচের বিরুদ্ধে ম্যাচটি শেষ হয়েছিল ১-১ গোলে। ওই বছরের ২১ নভেম্বর শেষবার হারের মুখ দেখেছিল ম্যান সিটি। ইপিএলে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে সেবার ২-০ গোলে হেরেছিল তারা।

এদিন অ্যাওয়ে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা খেলতে দেখা যায় ম্যান সিটিকে। ৩০ মিনিটে কাইল ওয়ালকার গোল করে দলকে এগিয়ে দেন। এই গোলের পর আরও সংগঠিত ফুটবল খেলতে দেখা যায় পেপের ছেলেদের।

আরও পড়ুন:  Viral News: কুস্তিগিরদের সমর্থনে ৪০ কিমি পদযাত্রা চুঁচুড়ার পদকজয়ী ক্রীড়াবিদ সংগ্রাম মল্লিকের

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক খেলতে দেখা যায় ম্যান সিটিকে। ফলস্বরুপ ৪৭ মিনিটের রহিম স্টার্লিং গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৫০ মিনিটে আবার গ্যাব্রিয়েল জেসুসের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় সিটি। এরপর একটু নরেচরে উঠে সোয়ানসির খেলোয়াড়রা। ম্যাচের ৭৭ মিনিটে হোয়াইটটাকের সোয়ানসি সিটির হয়ে ব্যবধান কমালেও, শেষ রক্ষা হয়নি তাদের। ৩-১ গোলে জিতে মাঠ ছাড়ে সিটি।

Featured article

%d bloggers like this: