30 C
Kolkata

Lakshya Sen : কমনওয়েলথে ‘লক্ষ্য’ ভেদ, প্রথম সোনা জয় লক্ষ্যর

বার্মিংহাম: ২০২২ কমনওয়েলথ গেমস ব্যাডমিন্টনের মিক্সড টিম ইভেন্টে রূপো জয়ের পর এবার পুরুষ সিঙ্গলসে সোনা জিতলেন ভারতের তরুণ শাটলার লক্ষ্য সেন। সিনিয়র ব্যাডমিন্টনে এটা লক্ষ্যর প্রথম সোনা জয়। সোমবার গেমসের ফাইনালে মালয়েশিয়ার তেজে ইয়ং-এর মুখোমুখি হয়েছিলেন ভারতের ওয়ান্ডার কিড লক্ষ্য। এদিন শুরু থেকে প্রত্যেক পয়েন্টের জন্য লড়তে দেখা যায় লক্ষ্যকে। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দুরন্ত লড়াই চালিয়ে যান তিনি। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন লক্ষ্য। এদিন লক্ষ্যর পক্ষে ম্যাচের ফলাফল ১৯-২১, ২১-৯ ও ২১-১৬। প্রথম গেমের শুরুতে এগিয়ে গিয়েছিলেন লক্ষ্য। তবে শেষ পর্যন্ত দুরন্ত লড়াই করেও ২১-১৯ ব্যবধানে প্রথম গেম খোয়ান ভারতের এই তরুণ শাটলার। তবে দ্বিতীয় সেটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেন লক্ষ্য। অধিপত্য নিয়ে ২১-৯ ব্যবধানে গেম নিজের নামে করে নেন ভারিতীয় শাটলার। প্রথম দুই গেমের পর ফলাফল দাঁড়ায় ১-১। কাজেই তৃতীয় সেট হয়ে ওঠে ম্যাচের নির্নায়ক গেম।

আরও পড়ুন:  Beauty tips: কমলা লেবুর খোসা দিয়ে করে ফেলুন রূপচর্চা! রইল টিপস

তৃতীয় গেমের শুরুতেই এগিয়ে যান মালয়েশিয়ার প্রতিপক্ষ। ২ পয়েন্টে এগিয়ে যাওয়ার পর ম্যাচে প্রত্যাবর্তন করেন লক্ষ্য। তবে লড়াই হয় শেয়ানে শেয়ানে। একটা সময় অনেকটাই এগিয়ে যান লক্ষ্য। তবে তখনও মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন মালয়েশিয়ার শাটলার ইয়ং। শেষ পর্যন্ত ২১-১৬ ব্যবধানে তৃতীয় সেট জিতে নেন লক্ষ্য সেন। সেই সঙ্গে কমনওয়েলথ গেমস ব্যাডমিন্টন পুরুষ সিঙ্গলসের স্বর্ণপদকে নিজের নাম লিখিয়ে ফেলেন এই তরুণ তারকা শাটলার। যুব পর্যায়ে সিঙ্গলসে স্বর্ণপদক জিতলেও সিনিয়র পর্যায়ের একক বিভাগে এটাই লক্ষ্যর প্রথম সোনা জয়। যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন লক্ষ্য। ২০১৮ যুব অলিম্পিক্সেও রূপো জিতেছিলেন লখনউয়ে জন্মগ্রহণ করা এই বাঙালি শাটলার। যুব এশিয়ান চ্যাম্পিয়প্নশিপে সোনা ও ব্রোঞ্জ রয়েছে তাঁর দখলে। ২০২২ ঐতিহাসিক থমাস কাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন লক্ষ্য সেন। আর এবার কমনওয়েলথ গেমসেও সেই ধারাবাহিকতা বজায় রেখে সোনা জিতলেন ভারতের এই তরুণ শাটলার।

আরও পড়ুন:  Health Tips: আপনার মন যা বলে, সবকিছুতেই আপনার শরীর সাড়া দেয়? আপনি ভুগছেন না তো এই অসুখে!

Featured article

%d bloggers like this: