33 C
Kolkata

INDW Asia Cup : দাপুটে বোলিংয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

শিলেট: প্রত্যাশা মতোই এশিয়া কাপ ফাইনালে খেলার টিকিট পাকা করে ফেলল হরমনপ্রীত কউরের ভারত। বৃহস্পতিবার বাংলাদেশের সিলেটে সেমিফাইনাল ম্যাচে থাইল্যান্ডকে ৭৪ রানে হারিয়ে সহজ জয় পায় ওমেন ইন ব্লু ব্রিগেড। এই নিয়ে টানা আটবার এশিয়া কাপের ফাইনালে উঠল ভারতের মহিলা ক্রিকেট দল। এদিন টস জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন থাইল্যান্ডের অধিনায়ক। পিচ অনুযায়ী সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন তিনি। থাই বোলাররা ১৪৮ রানে আটকে দেন ভারতের মেয়েদের। টিম ইন্ডিয়ার হয়ে ২৮ বলে ৪২ রান করেন শেফালি বর্মা। জেমিমা রড্রিগেজের ব্যাট থেকে এসেছে ২৭ রান। ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর ৩৬ রানের ইনিংস খেলেন। পূজা ভাস্ত্রকর ১৩ বলে ১৭ রান করে অপরাজিত ছিলেন। তবে, এই ম্যাচে তারকা ওপেনার স্মৃতি মন্ধনা এবং উইকেটরক্ষক রিচা ঘোষের রান না পাওয়াটা ফাইনালের আগে চিন্তায় রাখবে ভারতকে।

আরও পড়ুন:  Viral News: ‘দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বলেই চরম সিদ্ধান্ত’, কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে বার্তা বিজেন্দরের

থাই বোলারদের পারফরম্যান্সের মান রাখতে পারেননি দলের ব্যাটাররা। ১৪৯ রান তাড়া করতে নেমে ৭৪/৯ থমকে যায় থাইল্যান্ডের ইনিংস। তাদের হয়ে সর্ব্বোচ্চ ২১ রান করেন অধিনায়ক নারুইমোল এবং নাতায়া। এছাড়া থাইল্যান্ডের কোনও ব্যাটারের রান দুই অঙ্কের সংখ্যায় পৌঁছায়নি। থাইল্যান্ডের দুই ওপেনার নান্নাপাত কোঞ্চারোয়েঙ্কাই ৫ রান করেন এবং নাথ্যাকান চানথাম করেন ৪ রান। থাইল্যান্ডের ইনিংসের দুই ব্যাটসম্যান ০ রানে আউট হন। মিডল অর্ডারে সোরনারিন টিপোচ এবং চানিদা সুথিরুয়াং করেন যতাক্রমে ৫ এবং ১ রান। দীপ্তি শর্মা ভারতের হয়ে সর্বাধিক তিন উইকেট নিয়েছেন, দুই উইকেট সংগ্রহ করেছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন রেণুকা সিং, স্নেহ রানা এবং শেফালি ভার্মা।

Featured article

%d bloggers like this: