নিজস্ব সংবাদদাতা : সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে নজির গড়লেন বিরাট কোহলি। কেরিয়ারের ২৫০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন ভারত অধিনায়ক। সেদিক থেকে মাইলস্টোন ম্যাচকে তিনি মাইলস্টোন স্থাপনেই স্মরণীয় করে রাখেন।
নবম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ২৫০ ওয়ান ডে খেলার কৃতিত্ব অর্জন করেন বিরাট। আর এই ম্যাচেই অষ্টম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২২ হাজার রানের মাইলফলক পেরিয়ে যান কোহলি। এদিন ৮৯ রান করেন ভারতের অধিনায়ক।
তাঁর আগে শচিন তেন্ডুলকর (৩৪,৩৫৭), কুমার সাঙ্গাকারা (২৮,০১৬), রিকি পন্টিং (২৭,৪৮৩), মাহেলা জয়াবর্ধনে (২৫,৯৫৭), জ্যাক কালিস (২৫,৫৩৪), রাহুল দ্রাবিড় (২৪,২০৮) ও ব্রায়ান লারা (২২,৩৫৮) এমন কৃতিত্ব অর্জন করেছেন।
বিরাট একই সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০০ ওয়ান ডে রান সংগ্রহ করার রেকর্ড গড়েন। তিনি শচিনের মতই ৪১ ইনিংসে এমন কৃতিত্ব অর্জন করেন। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতীয় দল হেরে গিয়েছে। তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া।
পরপর দুই ম্যাচে শতরান করেছেন স্টিভ স্মিথ। দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৩৮৯ রান তোলে অস্ট্রেলিয়া। পাহাড়প্রমাণ লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ান এবং ময়াঙ্ক আগারওয়ালের উইকেট হারায় ভারত। ৩০ রান করেন ধাওয়ান।
ময়াঙ্ক আগারওয়াল করেন ২৮ রান। শ্রেয়স আইয়ার আউট হন ৩৮ রানে। অধিনায়ক বিরাট কোহলি আর সহ অধিনায়ক লোকেশ রাহুল ভারতের স্কোরবোর্ডকে সচল রাখার চেষ্টা করেন। তবে শেষরক্ষা করতে পারেননি কোহলি-রাহুল জুটি। বোলিং ব্যর্থতার দুর্বলতাতেই সিরিজ হাতছাড়া করল টিম ইন্ডিয়া।