নিজস্ব সংবাদদাতা : ক্রিকেট থেকে অবসর নিলেও জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি মহেন্দ্র সিং ধোনির। সেই ঘটনার আবার প্রমাণ পেল রাজস্থান। ধোনিকে একঝলক দেখার জন্য হুল্লোড় পড়ে যায় রাজস্থানে । যা সামাল দিতে হিমশিম খেলেন নিরাপত্তাকর্মীরা।
একটি অনুষ্ঠানে রাজস্থানে এসেছিলেন কিংবদন্তি ক্রিকেটার।রাজস্থানের সাচোর জেলায় একটি স্কুলের উদ্বোধন করতে এসেছিলেন মাহি। সেখানেই জনতা কার্যত পাগল হয়ে গেল। স্রেফ একঝলক দেখার জন্য তাঁবু উপরে ফেলা হল। ব্যারিকেড ভেঙে ফেলা হল।
ধোনিকে ছোঁয়ার চেষ্টাও করতে থাকে জনতা।পরিস্থিতি ক্রমশ নাগালের বাইরে চলে যাচ্ছে দেখে সঙ্গেসঙ্গেই আহমেদাবাদ থেকে বাড়তি নিরাপত্তাকর্মী চলে আসে। পুলিশকে পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জও করতে হয়। যাতে নিরাপদে থাকতে পারেন মহাতারকা।
এদিকে ধোনি সিএসকে ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে চেন্নাই পৌঁছে গেলেন। আপাতত পাঁচদিনের কোয়ারেন্টাইন পর্ব পালন করবেন তিনি। তারপরেই দলের সঙ্গে অনুশীলনে নামবেন মহাতারকা। ধোনির সঙ্গেই চেন্নাই পৌঁছলেন আম্বাতি রাইডু।