নিজস্ব প্রতিবেদন: ক্রিকেট দুনিয়ায় ফের একবার করোনার কোপ। দুদিন আগেই ট্যুইট করে নিজের করোনা পজিটিভ হওয়ার কথা জানান মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকর। এরপর করোনা আক্রান্ত হলেন ভারতের টি-টুয়েন্টি দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কর। শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে তাঁর।
চলতি মাসেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে লড়েছে ভারতীয় মহিলা দল। তবে সিরিজে ফল নেগেটিভ ছিলো। ব্যাটে সফল হলেও ম্যাচে হার জোটে টিম ইন্ডিয়ার। এরপর পায়ে চোট পেয়ে মাঠ থেকে বাদ পড়েন হরমনপ্রীত। এখন সংক্রমণের কারণে ফের বাড়িতেই আইসলেশনে তিনি।