33 C
Kolkata

Subhasish Bose : হায়দরাবাদ ম্যাচের আগে সতর্ক শুভাশীষ

নিজস্ব প্রতিবেদন: শনিবার চলতি ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম ফেভারিট দল হায়দরাবাদ এফসির মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান। মাঠে নামার আগে যথেষ্ট সতর্ক সবুজ মেরুন ব্রিগেড। এফসি গোয়ার কাছে হারের পর এই ম্যাচে তিন পয়েন্টের জন্যই ঝাঁপাবে জুয়ান ফেরান্দোর দল। সম্প্রতি এটিকে মোহনবাগান মিডিয়াকে শুভাশীষ বসু জানিয়েছেন, ‘হায়দরাবাদ টিমটা খুব ভাল খেলছে। তার অন্যতম কারণ ওরা দলের মূল নিউক্লিয়াসটা অনেকদিন ধরে রেখেছে। লিগ শীর্ষে থাকা টিমের বিরুদ্ধে খেলতে নামলে একটা আলাদা মানসিকতা নিয়ে নামতে হয়। কোচ সেভাবেই আমাদের তৈরি করছেন। দলে কার্ড ও চোট সমস্যা কিছু আছে। সেগুলো তো খেলারই অঙ্গ। সেটা নিয়ে ভেবে কোনও লাভ নেই। ম্যাচটা জেতার জন্য ঝাঁপাতে হবে। নিজেদের মাঠে খেলা, ফলে বাড়তি অ্যাডভান্টেজ তো কিছু থাকবেই। হায়দরাবাদের আক্রমণভাগ খুব শক্তিশালী। ওগবেচে, জোয়াও ভিক্টরের মতো বিদেশি ফুটবলার আছে দলে। মহম্মদ ইয়াসের, আকাশ মিশ্ররাও ভাল খেলছে। আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে ওদের আক্রমণ সামলাতে আমাদের রক্ষণ মজবুত করে পাল্টা আক্রমণে গিয়ে গোল তুলে আনতে হবে। আমরা একটা দল হিসাবে খেলি। ফলে গোল করলে যেমন সেটা টিমের কৃতিত্ব মনে করি, তেমনই গোল খেলে সেটা পুরো দলেরই ব্যর্থতার মধ্যে পড়বে। লিগ এখনও মাঝ পর্ব পেরোয়নি। ফলে ঠিকঠাক কোচের ঠিক করে দেওয়া গেম প্ল্যানিং মেনে খেলতে পারলে আমরা ফের জয়ের রাস্তায় ফিরবই।’

আরও পড়ুন:  International news: ভরত ছেড়ে বাংলাদেশে গেল মুন্নি, খুঁজে এনে দিল বিএসএফ

Featured article

%d bloggers like this: