নিজস্ব সংবাদদাতা : জাতীয় দলের হয়ে দায়িত্ব পালনের পর এবার বাবার ভূমিকায় ফিরলেন হার্দিক পাণ্ডিয়া। সোশ্যাল মিডিয়ায় ছেলেকে কোলে নিয়ে খাওয়ানোর একটি ছবি পোস্ট করলেন হার্দিক। যা দেখে আপ্লুত নেটিজেনরা।’বাড়িতে ছেলের জন্য মনকেমন করছে!’ অস্ট্রেলিয়া সফরে T-20 সিরিজে সেরা হওয়ার পর এমনই শোনা গিয়েছিল টিম ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক পাণ্ডিয়ার গলাতে।
বাড়িতে থাকা সদ্যোজাতকে তিনি যে কতটা মিস করছেন, তা তাঁর সেই বক্তব্যেই পরিষ্কার হয়ে গিয়েছিল। ওয়ানডে সিরিজ হারের পর অজি সফরে টি-২০ সিরিজে ঘুরে দাঁড়িয়েছিল বিরাট কোহলি অ্যান্ড কোং। ২-১ ব্যবধানে সিরিজটি পকেটে পুরেছিল টিম ইন্ডিয়া। আর এর অনেকটাই কৃতিত্ব হার্দিকের।
ফলে তাঁকেই সিরিজ সেরা বেছে নেওয়া হয়। এরপরই হার্দিককে বলতে শোনা যায়, ”ছেলেটাকে দেখিনি চার মাস। এবার তাই পরিবারের সঙ্গে সময় কাটাতে খুব ইচ্ছে করছে।” যা থেকে স্পষ্ট বোঝা গিয়েছিল পিতৃহৃদয়ের আকুলতা।অস্ট্রেলিয়া থেকে ফিরে প্রায় চার মাস পর ছেলের সঙ্গে দেখা পাণ্ডিয়ার।
দিনের প্রায় পুরো সময়টাই কাটাচ্ছেন ছেলের সঙ্গে।জুলাই মাসের ৩০ তারিখ জন্ম হয় হার্দিকের ছেলে অগস্থর)। কিন্তু একমাসও থাকতে পারেননি ছেলের সঙ্গে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলতে চলে যান আমিরশাহীতে। সেখান থেকে অস্ট্রেলিয়া।