29 C
Kolkata

Surajit Sengupta: চিকিৎসকদের নজরে রয়েছেন সুরজিৎ সেনগুপ্ত

নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই ফুটবলের মাঠ শূন্য করে চলে গেছেন ময়দানের ভোম্বল। এরপরই অসুস্থ হন কিংবদন্তী জাতীয় ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। গত রবিবার থেকে পিয়ারলেস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তিনি। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত রয়েছেন সুরজিৎ, সঙ্গে রয়েছে হৃদযন্ত্র এবং ফুসফুস সংক্রমিত রোগ।

শুক্রবার মেডিক্যাল বুলেটিনে প্রকাশিত হয়েছে তাঁর বর্তমান শারীরিক স্থিতি। চিকিৎসক অজয় সরকারের চিকিৎসাধীন রয়েছেন সুরজিৎ। পালমোনোলজিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞ এবং ক্রিটিক্যাল কেয়ার কনসালটেন্টদের কড়া নজরে রয়েছেন তিনি। স্টেরয়েড এবং রেমডিসিভির দেওয়া হচ্ছে তাঁকে। অক্সিজেন স্যাচুরেশন থাকছে ৯৪ থেকে ৯৮ শতাংশ। ব্যবহার করা হয়েছে অ্যান্টিকোয়াগুলেন্টও। বিগত কয়েকদিন বাইপাপ সাপোর্টে তাঁকে রাখা হলেও শেষ কয়েকদিন আর মেডিক্যাল বুলেটিনে তার উল্লেখ থাকছে না।

Featured article

%d bloggers like this: