29 C
Kolkata

U-17 World Cup : কঠিন গ্রুপে ভারত, বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের মুখোমুখি হবে ভারত

নিজস্ব প্রতিবেদন: চলতি বছরের অক্টোবর মাসে ভারতের মাঠিতে অনুষ্ঠিত হতে চলেছে অনুর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপ। ভারতের তিনটি শহরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলি। যারমধ্যে রয়েছে ওড়িশার কলিঙ্গ স্টেডিয়াম, গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়াম ও নভি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়াম। শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল সেই বিশ্বকাপের ড্র। আয়োজক দেশ হিসেবে প্রথম পটেই ছিল ভারত। গ্রুপ ‘এ’-তে ভারতের সঙ্গে জায়গা প্যেচ্ছে ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও মরক্কো। কাজেই এই গ্রুপ ভারতের জন্য যে কঠিন তা আর বলার অপেক্ষা রাখেনা। আগামী ১১ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে ভারত। ১৪ অক্টোবর ভারতের মেয়েদের প্রতিপক্ষও মরক্কো। ১৭ অক্টোবর টুর্নামেন্টের সবচেয়ে কঠিন ম্যাচটি খেলতে নামবে ভারতের মহিলা ফুটবল দল। তবে ম্যাচটি ঐতিহাসিকও বটে।

আরও পড়ুন:  Weather Update: তাপপ্রবাহ থেকে সতর্ক থাকার নির্দেশ দিল আবহাওয়া দফতর

অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের গ্রুপ ‘বি’-তে রয়েছে জার্মানি, নিউজিল্যান্ড, নাইজেরিয়া ও চিলি। ‘সি’ গ্রুপে রয়েছে স্পেন, মেক্সিকো, চীন, কল্মবিয়া। আর গ্রুপ ‘ডি’-তে রয়েছে জাপান, কানাডা, ফ্রান্স ও তানজানিয়া। প্রসঙ্গত ২০২০ সালে ভারতের মাটিতে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জেরে দু-বছর পিছিয়ে গিয়েছে টুর্নামেন্ট। বিশ্বকাপে ভারতের মেয়েদ্দ্র ভালো পারফরম্যান্স দেখার আশায় রয়েছে ভারতীয় ফুটবল মহল।

Featured article

%d bloggers like this: