29 C
Kolkata

Deepti Sharma : দীপ্তিকে মিথ্যাবাদী বলে বিতর্ক উস্কে দিলেন ইংরেজ অধিনায়ক

নিজস্ব প্রতিবেদন: লর্ডসে ভারত ইংল্যান্ড মহিলা দলের তৃতীয় ওডিআই ম্যাচ ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছেনা। ঝুলন গোস্বামীর বিদায়ী ম্যাচে ভারতীয় স্পিনার দীপ্তি শর্মার রান আউট করার ধরন নিয়ে তাঁকে ক্রমাগত আক্রমণ করে চলেছেন ইংরেজ ক্রিকেটাররা। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক হেদার নাইট। চোটের কারণে ভারতের বিরুদ্ধে সিরিজে দলের বাইরে ছিলেন তিনি। তবে এবার সমস্ত সীমা লঙ্ঘন করে দিপ্তিকে মিথ্যেবাদী বলতেও ছাড়লেননা ব্রিটিশ ক্রিকেটার নাইট।

সোমবার ঝুলন গোস্বামীর সঙ্গেই কলকাতায় ফিরেছেন দীপ্তি শর্মা। দেশে ফিরব দীপ্তি জানিয়েছিলেন, ‘এটা পরিকল্পনা করেই করেছি। তার আগে অনেকবার ওকে সতর্ক করা হয়েছে। কিন্তু ও বারবার ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। বিষয়টা আম্পায়ারকেও জানিয়েছিলাম। তারপর আউট করি।’ এবার এই প্রসঙ্গে মুখ খুলে বিতর্ক ফের উস্কে দিলেন ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক হেদার নাইট। একটি টুইট করে নাইট লিখেছেন, ‘সিরিজ শেষ হয়ে গিয়েছে। চার্লিকে বৈধভাবেই আউট করা হয়েছে। ভারত এই ম্যাচ এবং সিরিজ জেতার দাবিদার ছিল। ওরাই জিতেছে। কিন্তু মানকাডিংয়ের আগে কোনওরকমভাবে সতর্ক করা হয়নি। আউটকে জাস্টিফাই করার জন্য এসব বলার প্রয়োজন নেই। ভারতের যদি এই আউট খুব সহজ বিষয় মনে হয়, তাহলে সতর্ক করা নিয়ে মিথ্যে বলে এটাকে সত্যি প্রমাণিত করার মানে হয় না।’

আরও পড়ুন:  Brij Bhushan Sharan: গভীর রাতে ব্রিজভূষণের বাড়িতে তদন্তকারী দল

Featured article

%d bloggers like this: