নিজস্ব প্রতিবেদন: ১৬ অগস্ট থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। এবার ডুরান্ড কাপ অনুষ্ঠিত হবে কলকাতা, ইম্ফল ও গুয়াহাটিতে। সেনার চারটি দল ছাড়াও আইএসএল ও আইলিগ সহ মোট কুড়িটি দল নিয়ে অনুষ্ঠিত হবে ১৩১তম ডুরান্ড কাপ। গত মরশুমে মোহামেডান ডুরান্ডে অংশগ্রহণ করলেও, টুর্নামেন্টে খেলেনি কলকাতা ময়দানের বাকি দুই প্রধান। তবে এবার তিন প্রধানই খেলবে ডুরান্ড কাপে। আর শনিবার থেকে শুরু হয়ে গেল টুর্নামেন্টের অনইলাইন টিকিট বিক্রি। বুক মাই শো ওয়েবসাইট থেকে টিকিট বুক করতে পারবেন ফুটবল প্রেমীরা। ৫০ টাকা থেকে শুরু টিকিটের মূল্য। এছাড়াও ১০০ ও ২০০ টাকার টিকিট পাওয়া যাচ্ছে ওয়েবসাইটে।
অনলাইনের পাশাপাশি অফলাইনে টিকিট পাওয়া যাবে কি না সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি। আগামী ২৮ অগস্ট ডুরান্ড কাপে কলকাতা ডার্বি অনুষ্ঠিত হবে। মুখোমুখি হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল। ম্যাচটি হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। করোনা অতিমারির কারণে দীর্ঘ দু’বছর মাঠে বসে বড়ম্যাচ দেখা থেকে বঞ্চিত ছিলেন কলকাতার ফুটবল প্রেমীরা। তবে ডুরান্ড কাপে মাঠে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন সবুজ মেরুন ও লাল হলুদ সমর্থকরা। কাজেই সেই ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। সব মিলিয়ে টিকিট বিক্রি শুরু হওয়ায় যে ডুরান্ড কাপের ঢাকে কাঠি পড়ে গেল তা বলাই যায়।