নিজস্ব প্রতিবেদন: ১৪ মে আইলিগের শেষ ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মহুমেডান স্পোর্টিং ও গোকুলম কেরালা এফসি। মহমেডানের কাছে এটি কার্যত মাস্ট উইন ম্যাচ। আইলিগ জিততে হলে গোকুলম এফসিকে হারাতেই হবে সাদা কালো ব্রিগেডকে। এই মুহুর্তে ১৭ ম্যাচে ৪০ প্যেন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে কেরালার দলটি। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মহমেডান। লিগ পর্বের প্রথম ম্যাচে গোকুলমের বিরুদ্ধে ড্র করেছিল সাদা কালো শিবির। কাজেই এদিন ম্যাচ জিতলে ৪০ পয়েন্টে পৌঁছনোর পাশাপাশি হেড টু হেডে এগিয়ে থাকায় প্রথমবারের জন্য আইলিগের খেতাব ঘরে তুলবে মহমেডান।
তবে গোকুলম কেরালা এফসিকে হারানো যে সহজ হবে না তা ভালো করেই জানে সাদা কালো শিবির। ‘কি খবরে’র তরফে প্রাক্তন ফুটবলার তথা মহমেডানের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সাদা কালো ব্রিগেডের লিগ জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। তবে গোকুলমকে হারানো যে সহজ হবেনা সেকথাও মেনে নিয়েছেন দীপেন্দু। তার কথায়, “মরশুমের মাঝে আমাদের কয়েকজন খেলোয়াড় চোট আঘাতে ভোগায় আমাদের সমস্যায় পড়তে হয়েছিল। যে কারনে চার-পাঁচটি ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। তবে তারপর আমরা তারপর থেকে আমরা ভালো খেলছি। শেষ ম্যাচে আমাদের জিততেই হবে। গোকুলম কেরালা কঠিন প্রতিপক্ষ। ম্যাচটা জেতা কঠিন হলেও অসম্ভব নয়।” এর পাশাপাশি সমর্থকদের উদ্দেশ্যে তার বার্তা, “সকলে মাঠে আসুন। মহমেডানের প্রথম আইলিগ জয়ের সাক্ষী থাকুন।”